Malaysia Student Visa Interview – মালয়েশিয়া স্টুডেন্ট ভিসার ইন্টার্ভিউ

মালয়েশিয়া স্টুডেন্ট ভিসার ইন্টার্ভিউ

মালয়েশিয়া স্টুডেন্ট ভিসার জন্য বর্তমানে কিছু ছাত্রছাত্রী কে হাইকমিশনে ইন্টার্ভিউয়ের জন্য ডাকা হচ্ছে। যদিও মালয়েশিমালয়েশিয়ার ইউনিভার্সিটিতে আবেদন পরবর্তী ভিসা অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে বর্তমানে  কিছু শিক্ষার্থীকে বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়া হাইকমিশনে ইন্টার্ভিউ দিতে হচ্ছে। সেক্ষেত্রে অনেকেই ঘাবড়ে যান যা ভিসা পেতে সমস্যায় ফেলতে পারে।

মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা প্রসেস ফর বাংলাদেশি

স্টুডেন্ট ভিসার জন্য কেন ইন্টার্ভিউয়ের জন্য ডাকা হচ্ছেঃ

যে সকল স্টুডেন্ট এর IELTS সার্টিফিকেট নাই তাদের কে ডাকার সম্ভাবনা অনেক বেশি। যাদের IELTS সার্টিফিকেট নাই, সেই ছাত্রছাত্রী ইংরেজিতে কথা বলতে পারে কিনা সেটা দেখার জন্য ডাকা হয়ে থাকে। সাধারনত, ফাউন্ডেশন এবং ডিপ্লোমা স্টুডেন্ট দের কে বেশি ডাকা হচ্ছে।

কারন, প্রতি বছর অনেক ছাত্রছাত্রী স্টুডেন্ট ভিসা নিয়ে মালয়েশিয়া তে গিয়ে পড়াশোনা না করে ফুল টাইম কাজ করে এবং ক্লাস করেনা।

মালয়েশিয়া স্টুডেন্ট ভিসার জন্য কোন ধরনের স্টুডেন্টের ডাকা হয়নাঃ

যে স্টুডেন্টের IELTS সার্টিফিকেট আছে এবং এটি জমা দিয়ে ভর্তি হয়েছে।

যাইহোক, মাস্টার্স এবং পি এইচ ডি স্টুডেন্টের কে ঢাকা হয়না কারন তাদের মিডিয়াম অফ ইন্সট্রাকশন (MOI) জমা দিয়ে ভর্তি হয়ে থাকে।

Students can consult with Global Assistant Education Consultant to get more information regarding Student Visa Interview

Experienced Education Consultant

Globalassistant2015@gmail.com

Bangladesh Contact Number: +8801886903048

 

মালয়েশিয়া স্টুডেন্ট ভিসার ইন্টার্ভিউ

 

কিছু দিক নির্দেশনা মেনে চললে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা ইন্টার্ভিউয়ে পাস করতে পারবেন।

নিম্নে Malaysia Visa Application Interview for Bangladeshi Student এর জন্য কিছু দিকনির্দেশনা তুলে ধরা হলো।

 

যে ডকুমেন্টস গুলো সাথে নিয়ে যাবেন Malaysia Embassy Dhaka তেঃ

  1. Interview Invitation Email Print Copy.
  2. Original Passport
  3. University Offer Letter- Color Copy
  4. All Certificate & Transcript Main Copy
  5. NID Or Birth Certificate (যদি থাকে)
  6. IELTS certificate ( যদি থাকে)।

নোট: ইন্টারভিউতে যাবার আগে অবশ্যই সকল ডকুমেন্টস ভালোভাবে চেক করতে হবে। বিশেষ করে খেয়াল রাখতে হবে যে সার্টিফিকেট প্রভিশনাল নাকি মেইন। যদি মূল সার্টিফিকেট দিয়ে ইউনিভার্সিটিতে আবেদন করেন তবে অবশ্যই মূল সার্টিফিকেট সাথে নিয়ে ভিসা ইন্টারভিউতে যেতে হবে।

Malaysia Embassy Dhaka তে যে ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারেন তেঃ
  1. Are you a student?
  2. Which university have you applied to? Or what is your university name?
  3. Which subject did you apply for? Or What is your program name?
  4. Do you have any relatives in Malaysia?
  5. Why do you want to study in Malaysia? Or Why did you choose Malaysia to study in?
  6. Why are you not studying in Bangladesh?

উপরোক্ত প্রশ্নগুলো যেভাবে উত্তর করবেনঃ

  1. Ans: Yes, I’m a student. I recently completed my secondary or higher education at Dhaka commerce college.
  2. Ans: I have applied to Multimedia University, which is a well-known university for business and multimedia studies.
  3. Ans: I have applied for Bachelor in Business Administration.
  4. Ans: No, I don’t have any relatives in Malaysia, but I have some friends who are studying in Malaysia.
  5. Ans: I want to complete my bachelor’s degree in Malaysia, then I want to come back to Bangladesh & join any Private organization as Marketing Manager.
  6. Ans: I think Malaysian Universities Education Quality is much better than Bangladesh & Tuition fees are within my Budget, that’s why I have taken this decision.

How To Explain Study Gap Issue To Embassy Consulate:
Answer: I could not continue my studies for family financial issues. Now I am capable and want to obtain a degree from Malaysia.  I will surely come back to Bangladesh once I complete my degree. I want to join a good organization in Bangladesh with this degree.

স্টাডি গ্যাপ থাকলে এম্বাসিতে যেভাবে সে সংক্রান্ত প্রশ্নের উত্তর দিবেন-
উত্তর: আমি দীর্ঘদিন যাবৎ আমার পড়াশোনা বন্ধ রেখেছিলাম পারিবারিক কিছু সমস্যার কারণে, বর্তমানে আমি আবারো আমার পড়াশোনা শুরু করতে চাচ্ছি এবং সেটা মালয়েশিয়া থেকে কমপ্লিট করে আবার দেশে ফেরত এসে ভালো কোনো প্রতিষ্ঠানে চাকরি তে জয়েন করতে চায়.

How To Explain Married Issue To Embassy Consulate:

In that case, you must say that you will go alone and your husband and children will stay in Bangladesh now. I will return to Bangladesh every year to see your family members. After finishing my studies, I want to return to my country and work in a good company.

Introduce Yourself In Viva

অবশ্যই মাথায় রাখবেন এই প্রশ্নগুলো আপনাকে ইংলিশ এ করা হবে এবং আপনাকেও ইংলিশ এই উত্তর দিতে হবে। সেক্ষেত্রে আগে থেকে চর্চা করে গেলে ভাল হবে।

Interview Venue for Bangladeshi Student:

VENUE:
Malaysia Embassy Dhaka
High Commission of Malaysia
House No. 19, Road No. 6,
Baridhara Diplomatic Zone,
1212   Dhaka, BANGLADESH

অবশ্যই মনে রাখবেন একজন ইমিগ্রেশন অফিসার এর সামনে যদি আপনি ঘাবড়ে যান তবে সে আপনাকে সন্দেহজনক ভেবে ভিসা রিজেক্ট করতে পারে। আর যদি আপনি উপরোক্ত বিষয়গুলো খুবই দক্ষতার সাথে হ্যান্ডেল করতে পারেন তবে কোনো সমস্যা থাকবে না আপনার ভিসা পাবেন।

However, you have to remember that if you get nervous in front of an immigration officer, he will consider you suspicious and might not give approve your visa. If you can handle the above issues very efficiently, you should get a visa easily.

Top Best Private University in Malaysia

মালয়েশিয়া স্টুডেন্ট ভিসার ইন্টার্ভিউ

Malaysia High Commission Dhaka Student Visa Interview Example

Interview session: 18-04-2023.
Below is my Interview experience shared:
Me: Hello, sir, Good morning.
VO: Hello, you said good morning? What is the time now?
Me: It’s 11:05 am, sir.
VO: Oh, Thank you. Good morning to you.
Me: you are welcome, sir. Here are my passport and all academic documents photocopies; I have also brought all original copies.
VO: Okay, thank you. So, why do you want to study in Malaysia? Why not in Bangladesh? There are many good universities like North-South/BRAC.
Me: Sir, the Malaysian education environment is modern and more developed than Bangladesh and other Asian countries.
VO: China is also well established. Why didn’t you try in China?
Me: No sir Chinese students are also studying in Malaysia because Malaysia offers world-class education with affordable tuition fees and accommodation compared to other developed countries.
VO: How did you know that Chinese students are studying in Malaysia?
Me: I researched Malaysia on Google.
VO: Okay, Tell me, what is your last degree?
Me: Higher Secondary.
VO: Tell me which subject you liked the most while studying in Higher Secondary.
Me: ICT subject, sir.
VO: what? Is that any subject name?
Me: Yes, sir.
VO: what is the full meaning of ICT?
Me: Information and Communication Technology.
VO: Can you please help me to find this subject on your admit card?
Me: Sure, sir, Here it is.

VO: Thank you, Can you please tell me more details about this subject.?

Me: Sure, sir, Actually My elder brother has a multinational cybersecurity company in different countries, and my brother is a cybersecurity and network security specialist. While I am studying In higher secondary, my brother was always inspired by Information technology. After completing my higher secondary, I looked after my brother’s company in the Bangladeshi branch for the last 2 years. And I applied for a Bachelor of computer science at Lincoln university college in Malaysia; My major is network technology and cybersecurity. I want to be a cybersecurity and network security specialist like my brother. After completing my graduation, I have to look after my brother’s cybersecurity company in the Bangladeshi branch. In this program, Lincoln provides laboratory facilities for the study of key areas, such as network operating systems, network management, and network implementation.
This program offers a unique opportunity to learn about specialist security techniques and use real-world networking equipment in a security context.
I will also learn about market-leading Cisco Routing, Switching Techniques, security appliances, ethical hacking techniques, vulnerability analysis, penetration testing, and data encryption technology in this program.
VO: Okay, Thank you very much. Take your documents and passport.
Me: You are welcome, sir.
“Wish you best of luck, and pray for me.”
Thank you, everyone.

Have question about this university?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Reviews & Testimoinal

    Apply Online