মালয়েশিয়াতে বাংলাদেশি নাগরিকদের পুলিশ ক্লিয়ারেন্স
মালয়েশিয়াতে বাংলাদেশি নাগরিকদের পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করবেন
CGC/পুলিশ ক্লিয়ারেন্স কি?
মালয়েশিয়াতে বাংলাদেশি নাগরিকদের পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করবেন সেটা জানার জন্য সম্পুর্ন লেখা টি পড়ুন। মালয়েশিয়ায় পুলিশ ক্লিয়ারেন্স, ভালো আচরণের প্রশংসা (সিজিসি) বা পুলিশ ক্লিয়ারেন্স হল স্টুডেন্ট পারমিট, ওয়ার্ক পারমিট বা স্থায়ী আবাসিক পারমিট এর আবেদন করার জন্য বেশিরভাগ দেশের প্রয়োজনীয় পূর্বশর্ত সব কিছু সম্পর্কে বিস্তারিত জানানো হল।
আবেদনের কাগজপত্র অবশ্যই অনলাইন এ জমা দিতে হবে এবং এ প্রক্রিয়া প্রায় ১-৩ মাস সময় লাগবে।
নিবন্ধন করার পদ্ধতিঃ
১। www.kln.gov.my এই লিঙ্ক এর মাধ্যমে মালয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় এর অফিসিয়াল পোর্টালে যান।
২। e-Consular ট্যাব এ গিয়ে লেটার অফ গুড কন্ডাক্ট (SKB) তে ক্লিক করুন।
৩। নিবন্ধন এর জন্য সাইন আপ এ ক্লিক করুন।
৪। প্রয়োজনীয় তথ্য পূরণ করে রেজিস্টার এ ক্লিক করুন।
৫। রেজিস্টারড আইডি ও পাসওয়ার্ড দিয়ে সিস্টেম এ লগ ইন করুন।
৬। Certificate of Good Character এর নিচে নিউ অ্যাপ্লিকেশন এ ক্লিক করুন।
৭। আপনার ব্যক্তিগত তথ্য পূরণ করুন।
৮। আপনার সহায়ক তথ্য পূরণ করুন।
৯। আপনার সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি আপলোড করুন।
১০। আপনার পাসপোর্ট এর তথ্য সম্বলিত পেজ এর স্ক্যান কপি আপলোড করুন।
১১। আপনার আবেদন জমা দেয়ার জন্য সাবমিট বাটন এ ক্লিক করুন।
সংগ্রহঃ
১। আপনার আবেদন অনুমোদিত হওয়ার পর পোর্টাল অথবা ইমেইলে জানানো হলে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন।
২। সার্টিফিকেট পুত্রাজায়া, সাবাহ সারাওয়াক পররাষ্ট্র মন্ত্রণালয় এর কনস্যুলার কাউন্টার বা বিদেশে মালয়েশিয়ান দুতাবাস/হাইকমিশন থেকে সংগ্রহ করতে পারবেন।
৩। সংগ্রহ করার সময় নিম্নলিখিত ডকুমেন্ট নিয়ে আসতে হবেঃ
- সিজিসি অ্যাকনোলেজমেন্ট স্লিপ,
- ২০ রিঙ্গিত
- পাসপোর্ট এর কপি
মালয়েশিয়াতে বাংলাদেশি নাগরিকদের পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করবেন বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ করুন
গ্লোবাল অ্যাসিসট্যান্ট এডুকেশন কন্সালট্যান্ট
জি-২২, সাউথ সিটি প্লাজা,
তামান সেরডাং পারদানা ৪৩৩০০
সেরি কেম্বাঙ্গান, সেলানগর, মালয়েশিয়া।
ফোনঃ +60176852551
ইমেইলঃ globalassistant.myo@gmail.com