International Driving Permit Bangladesh Application- আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট আবেদন

International Driving Permit Bangladesh Application

আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট / ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স:

আপনি যদি বাংলাদেশ থেকে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্ছ, দক্ষিন এশিয়া অথবা অন্যান্য যেকোনো দেশে দেশে গিয়ে গাড়ি চালাতে চান তবে অবশ্যই আপনার International Driving Permit থাকতে হবে। একজন চালকের জন্য এটি অতি গুরুত্বপূর্ণ একটি সনদ। International Driving Permit গাড়ি চালকদের বাইরের দেশে যানবাহন চালানোর অনুমতি দেয়। International Driving Permit এর জন্য আবেদন করতে হলে অবশ্যই জাতীয় ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বাংলাদেশে সাধারনত ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ থাকে ১২ বছর আর ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ ১ বছর। প্রতি বছর ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ বাড়ানো লাগে।

International Driving Permit Bangladesh Application কিভাবে করবেন আমরা সেটার উপরে কিছু তথ্য তুলে ধরছি।


আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট কিভাবে পাবো?

প্রথমত আমাদের জেনে রাখা ভাল বিআরটিএ হতে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ইস্যু করা হয় না।

অটোমোবাইল এসোসিয়েশন অব বাংলাদেশ (AAB) আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ইস্যু করে থাকে।

International Driving Permit Application Process:

  • প্রথমেই AAB থেকে নিম্নে দেয়া ফর্ম সংগ্রহ করতে হবে।

"Apply

Application for international driving permit Bangladesh

Apply for International Driving Permit – ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আবেদন

  • আবেদনকারীকে আবেদনপত্রে প্রয়োজনীয় সমস্ত বিবরণ পূরণ করতে হবে। (অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হয় না)
  • নিশ্চিত করুন যে আবেদনকারী এই পৃষ্ঠার “প্রয়োজনীয় নথি” বিভাগে উল্লেখ করা সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করেছেন।
  • আবেদনকারীকে জমা দেওয়ার সময় আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় নথির ফটোকপি সংযুক্ত করতে হবে।
  • পূরণকৃত ফর্ম সহ সমস্ত নথি সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে জমা দিন।
  • এই আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন ফি ২৫০০ টাকা।
  • আবেদন প্রাপ্তির পর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জমাকৃত আবেদনপত্র এবং নথি সেট পরীক্ষা করবে। সব ঠিক থাকলে আবেদন গৃহীত হবে।
  • একটি স্বীকৃতি রসিদ প্রদান করা হবে. ভবিষ্যতে রেফারেন্স জন্য এটি সংরক্ষণ করুন.
  • তারপর আবেদনটি আরও প্রক্রিয়া করা হবে। আবেদনের স্ট্যাটাসের সব আপডেট আবেদনকারীর মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে পাঠানো হবে।
  • একবার প্রক্রিয়াটি সম্পন্ন হলে, আবেদনকারী আবেদনের বিষয়ে অফিস থেকে একটি কল পাবেন।
  • পরীক্ষায় পাস করতে এবং বিভাগীয় অফিস থেকে লাইসেন্স পেতে আবেদনকারীকে বিভাগীয় অফিসে যেতে হবে।
  • এই সম্পূর্ণ প্রক্রিয়াটি ৩০ দিনের মধ্যে বা সংশ্লিষ্ট বিভাগ কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী সম্পন্ন করা যেতে পারে।

নোট: কোন ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স যদি তার নিজ জেলা থেকে করা হয়ে থাকে তাহলে তাকে নিজ জেলা থেকেই সেটা ভ্যারিফাই হবে। যদি ঢাকা থেকে করা হয়ে থাকে তবে ভ্যারিফাই দরকার নেই।

আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট  আবেদন ফর্ম জমা দেওয়ার ঠিকানা:

International Driving Permit Bangladesh Office Address:

Automobile Association of Bangladesh, 3B Outer Circular Road, Moghbazar, Dhaka-1217

অটোমোবাইল এসোসিয়েশন অব বাংলাদেশ, ৩বি আউটার সার্কুলার রোড, মগবাজার, ঢাকা-১২১৭।

আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট  আবেদন ফর্ম জমা দেওয়ার ঠিকানা International Driving Permit Bangladesh Office Address

International Driving Permit Bangladesh Application সংক্রান্ত বিস্তারিত আরো তথ্য জানতে অথবা সহযোগিতা পেতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।

গ্লোবাল অ্যাসিস্ট্যান্ট ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত যে যে সার্ভিস প্রদান করে থাকেঃ

১। আবেদন ফর্ম পুরন করা।

২। আবেদন ফর্ম জমা দেওয়া।

 

Bangladesh Contact Number: +8801886903048 

WhatsApp Logo 2022

 

WhatsApp, IMO, LINE, WeChat: +8801601903048

WhatsApp Logo 2022

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ন তথ্যঃ

 

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের আবেদন কি অন্য কেউ করতে পারবে?

উত্তরঃ হ্যা পারবে, তবে অবশ্যই আপনার আগের সকল ডকুমেন্ট জমা দিতে হবে।

ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স পেতে কতদিন সময় লাগে?

উত্তরঃ ১৫ দিনের মধ্যে পাওয়ার সম্ভাবনা বেশি তবে বিশেষ কারনে  সর্বোচ্ছ ১ মাস সময় লাগতে পারে।

জাতীয় ড্রাইভিং লাইসেন্স যদি ঢাকার বাইরে থেকে করা হয়ে থাকে তাহলে কি ভেরিফিকেশনের প্রয়োজন আছে?

উত্তরঃ হ্যা, আপনার জাতীয় লাইসেন্স টি যদি ঢাকার বাইরে থেকে করে থাকেন তাহলে অবশ্যই সেই অফিস থেকে ভেরিফিকেশন করতে হবে।

Have question about this university?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Reviews & Testimoinal

    Apply Online