মালয়েশিয়ায় স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ভিসা

মালয়েশিয়ায় স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ভিসা

মালয়েশিয়া স্টুডেন্ট ভিসায় যে সকল শিক্ষার্থী যায়/যেতে চায় তাদের অনেকের এমন চিন্তা থাকে তারা ডিপেন্ডেন্ট হিসেবে কাউকে নিতে পারবেন কিনা আর সেটার যাবতীয় প্রসেস কেমন হতে পারে। মালয়েশিয়ায় স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ভিসা শুরু থেকে শেষ পর্যন্ত যাবতীয় সকল বিষয়গুলো নিম্নে আলোচনা করা হবে।

মালয়েশিয়ায় স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ভিসা

মালয়েশিয়ায় স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ভিসা কারা যেতে পারবেন?

মালয়েশিয়ায় স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ভিসা শুধুমাত্র যারা মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে এডমিশন নিবেন তারাই নিতে পারবেন। মালয়েশিয়ায় ডিপেন্ডেন্ট ভিসা পেতে হলে মালয়েশিয়ায় প্রবেশ করার পর থেকে কমপক্ষে ১৮  মাস ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। ডিপেন্ডেন্ট ভিসা শুধুমাত্র মালয়েশিয়ায় অবস্থানকারী ব্যক্তির মা-বাবা, স্ত্রী-সন্তান পাবেন। অর্থাৎ এই চার ক্যাটাগরি ছাড়া অন্য কোনো পরিবারের সদস্য মালয়েশিয়াতে ডিপেন্ডেট ভিসার জন্য আবেদন করতে পারবেন না।

স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ভিসা প্রসেসিং

একজন স্টুডেন্ট যখন মাস্টার্স অথবা পিএইচডি প্রোগ্রামে আবেদন এর পরে তার প্রসেসিং ৭০% হয়ে যাবে তারপর তাকে স্টুডেন্ড ভিসা করতে হবে। স্টুডেন্ড ভিসা হয়ে গেলে তারপর সে যাকে ডিপেন্ডেন্ট হিসেবে মালয়েশিয়া নিয়ে যেতে চাচ্ছেন তার সোশ্যাল পাস্ ভিসা আবেদন করতে হবে।  আবেদন এর ক্ষেত্রে কিছু ডকুমেন্টস প্রয়োজন হয়। নিম্নে মালয়েশিয়ার একটি টপ ইউনিভার্সিটি তে ডিপেন্ডেন্ট এ যেতে চাইলে কি কি ডকুমেন্ট লাগবে তা ব্যাখ্যা করা হলো।

University Tenaga Nasional (UNITEN) এ  ডিপেন্ডেবল ভিসা তে যেতে চাইলে কি কি ডকুমেন্টস লাগবে?

১) পাসপোর্ট কপি(স্ক্যান)

২) ম্যারিজ সার্টিফিকেট/নিকাহনামা (এম্বাসি কর্তৃক ভেরিফাইড- ministry attested)

৩) ব্যাংক স্টেটমেন্ট(নুন্যতম ১০ হাজার রিঙ্গিত)

৪) ভ্যালিড ইন্সুরেন্স পলিসি

৫) স্টূডেন্ট পাস(স্ক্যান কপি)

৬) স্টূডেন্ট কনফার্মেশন লেটার

 

মালয়েশিয়ায় ডিপেন্ডেন্ট ভিসায় হাসবেন্ড/ওয়াইফ যেতে চাইলে যেসব ডকুমেন্টস প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম ম্যারেজ সার্টিফিকেট/নিকাহনামা।

তবে এই ডকুমেন্ট সাবমিট এর আগে অবশ্যই  কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে।

১. প্রথমত ম্যারেজ সার্টিফিকেট/নিকাহনামা যদি বাংলাতে হয় তাহলে সেটা ট্রান্সলেট এবং নোটারি করতে হবে।

২. তারপর সেটা মিনিস্ট্রি কর্তৃক এটেস্টেড করে নিতে হবে।

৩. এরপরের কার্যাবলী হবে মালয়েশিয়াতে এবং তা হলো- ম্যারেজ সার্টিফিকেট/নিকাহনামা মালয়েশিয়াতে বাংলাদেশ হায় কমিশনে এটাস্টেড করতে হবে সেক্ষেত্রে ৪৫ রিঙ্গিত ব্যাংক ডিপোজিট করতে হবে।

নোটারি এবং এটাস্টেশন সংক্রান্ত যেকোনো সহায়তায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

Authorized Student Admission Agent Office:

Email: Ceo@globalassistant.info

Globalassistant2015@gmail.com

WhatsApp, IMO, LINE, WeChat:+60182632721

WhatsApp Logo 2022

 

Bangladesh Contact Number: +8801886903048 

WhatsApp Logo 2022

মালয়েশিয়া যাওয়া পরবর্তী কার্যাবলি

স্টুডেন্ট এসে তার নিজ ভিসা আবেদন করবে ইউনিভার্সিটিতে । স্টুডেন্ট তার নিজ নামে ব্যাংক একাউন্ট খুলবে। তিন মাসের ব্যাংক ট্রানজেকশন দেখাতে হবে। স্টুডেন্টের একাউন্টে কমপক্ষে ৫-১০ হাজার রিঙ্গিত ডিপোজিট থাকতে হবে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষের নিকট হতে ডিপেন্ডেবল পাশের অনুমতি নিতে হবে।ম্যারেজ সার্টিফিকেট এবং পাসপোর্ট বাংলাদেশ হাইকমিশন থেকে সত্যায়ন করতে হবে। ইন্সুরেন্স করতে হবে। এরপর সকল ডকুমেন্টস ইউনিভার্সিটিতে সাবমিট করতে হবে। তারপর কিছুদিন অপেক্ষার পর আপডেট জানা যাবে এবং এর থেকেই মালয়েশিয়ায় স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ভিসা আবেদন কার্য সম্পন্য হয়।

ভিসা স্ট্যাটাস যেভাবে চেক করবেন

ডিপেন্ডেন্ট ভিসায় অ্যাপ্লিকেশন করার পর আপনি দুই ভাবে আপনার ভিসা স্ট্যাটাসটি চেক করতে পারবেন।
১. যদি অনলাইনে ই-ভিসা অ্যাপ্লিকেশন করা হয়ে থাকে তাহলে প্রথমে অফিশিয়াল ই-ভিসা পোর্টালে ভিজিট করতে হবে। অ্যাকাউন্ট এ লগ ইন করলে আপনার অ্যাপ্লিকেশনের যাবতীয় ডিটেইল চলে আসবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে গিয়ে আপনার ভিসা স্ট্যাটাস দিতে পারবেন।
২. আপনি যদি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে অফিশিয়াল মালয়েশিয়া ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ‘Track You Application’’ এ ক্লিক করতে হবে। এরপর পাসপোর্ট নাম্বার ইন্টার করে ‘Click’ অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি আপনার ভিসা স্ট্যাটাস দেখতে পারবেন।

ডিপেন্ডেন্ট ভিসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ

প্রশ্নঃ কোনো স্টুডেন্ট কি তার পরিবারকে নিয়ে একসাথে মালয়েশিয়ায় আসতে পারবেন?
জ্বি।  তিনি তার পরিবারকে সাথে নিয়ে একসাথে মালয়েশিয়ায় আসতে পারবেন।
§ মালয়েশিয়াতে স্বামী-স্ত্রী দুই জন আসলে ৩০ দিনের স্পেশাল পাস নিতে পারবেন। সে ক্ষেত্রে ২ টা ডকুমেন্টস শো করতে হবে।

১. বাসা ভাড়ার এগ্রিমেন্ট কপি।
২. ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংকে ন্যুনতম ৫ হাজার রিংগিত থাকতে হবে।

  • বাকি ফ্যামিলি মেম্বারদের ভিসার মেয়াদ এবং স্টুডেন্ট ভিসার মেয়াদ সেইম, অর্থাৎ ১ বছর।

প্রশ্নঃ মালয়েশিয়া থেকে ইউকে বা ইউএসএ তে ডিপেন্ডেন্ট ভিসাতে যেতে পারবেন?
হ্যা, পারবেন। কেউ স্টুডেন্ট ভিসাতে মালয়েশিয়াতে আসলে ১ মাসের মধ্যে তার পরিবারের সদস্যদের নিয়ে আসতে পারবেন।

প্রশ্ন: মালয়েশিয়ায় ডিপেন্ডেন্ট ভিসা হোল্ডাররা কি সেখানে জব করতে পারবেন?
মালয়েশিয়ায় ডিপেন্ডেন্ট পাস হোল্ডাররা সেখানে জব করতে পারবেন না। আপনার পরিবারের সদস্যরা যদি মালয়েশিয়ায় গিয়ে জব করতে চান, তবে অবশ্যই ডিপেন্ডেন্ট পাসকে ইম্পলয়মেন্ট পাসে কনভার্ট করে নিতে হবে।

মালয়েশিয়াতে ডিপেন্ডেন্ট ভিসা সম্পর্কে আরও ডিটেইল তথ্য জানতে মালয়েশিয়ান এডুকেশন এবং ভিসা কনসাল্টেন্সি ফার্মে যোগাযোগ করতে পারেন।

ইএমজিএস পেমেন্ট চেকিং লিংকঃ https://visa.educationmalaysia.gov.my/emgs/application/searchForm/

রেজিস্টার্ড মালয়েশিয়ান ক্লিনিকের লিংকঃ https://visa.educationmalaysia.gov.my/guidelines/registered-malaysian-clinic.html

Have question about this university?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Reviews & Testimoinal

    Apply Online