বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া পাসপোর্ট: Appointment bdhckl.gov.bd

or বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া পাসপোর্ট- Appointment to bdhckl.gov.bd For Passport Delivery. How To Get Passport Delivery Slip Number Online & How To Get Appointment For Passport Delivery. How To Apply For NID From Malaysia.

বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া পাসপোর্ট

 Bangladesh High Commission Malaysia

How To Renew Passport Get Passport Delivery Slip Number

  • আমরা আপনাদের যে সহযোগীতা গুলো করে থাকি-
  • ১। পাসপোর্ট রিনিউ করতে আবেদন করে দেয়
  • ২। ডেলিভারি স্লিপ নাম্বার প্রদান করি
  • ৩। পাসপোর্ট ডেলিভারি নিতে সহযোগীতা করে থাকি
  • ৪। নাম সংশোধন আবেদন
  • ৫। বারকোড ট্রাক করে আপনার পাসপোর্টের অবস্থান জানিয়ে দেয়।

তিনটি উপায়ে আপনারা সমস্যার সমাধান পেতে পারেন-

1। পাসপোর্ট ডেলিভারি স্লিপ নাম্বার পেতে ও পাসপোর্ট ডেলিভারির জন্য Appointment নিতে আমাদের পোস্টের নিচে আপনার নাম এবং পাসপোর্ট নাম্বার দিয়ে কমেন্ট করুন। আমরা আপনার কমেন্টের নিচে সব জানিয়ে দিবো।

2। বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া শাখায় যারা পাসপোর্ট করতে দিয়েছেন কিন্তু ডেলিভারি স্লিপ নাম্বার পাননি, আমাদের WhatsApp নাম্বারে পাঠিয়ে দেন। আমরা আপনাদের কে সহযোগীতা করব। WhatsApp নাম্বারে যোগাযোগ করুন অথবা নিচের  পাসপোর্ট নাম্বার ও নাম কমেন্ট করুন।

 Consultant Contact Number:

WhatsApp Number: +601125590070WhatsApp Logo 2022

WhatsApp Number:  +601123678648

WhatsApp Logo 2022

 Direct Call or WhatsApp: +8801601903048

WhatsApp Logo 2022

3। ফেসবুক পেজে গিয়ে আপনার পাসপোর্ট নাম্বার ও নাম মেসেজ করুন আমরা আপনার ডেলিভারি স্লিপ নাম্বার জানিয়ে দিবো ছবি সহ আর যদি পাসপোর্ট ডেলিভারি নিতে চান সেটার সহযোগীতা করা হয়। লিঙ্কঃ www.facebook.com/Global

“Global Assistant Consultants Are Ready To Assist You”

Bangladesh High Commission Malaysia Appointment bdhckl.gov.bd

How To Apply Bangladeshi Passport Renewal Online in Malaysia?

পাসপোর্ট নবায়ন ( রি- ইস্যু/ রিনিউ) সংক্রান্ত বিজ্ঞপ্তি
(Notice for Passport Re-issue / Renewal)

পাসপোর্টের আবেদন ফরম জমা দেওয়ার জন্য হাইকমিশনে বা পাসপোর্ট সার্ভিস সেন্টারে আসতে হবে না । ডাকযোগে (POS LAJU) প্রেরণ করতে হবে। ( No need to come to High Commission or passport service centre to submit the application, just send it by POS Laju )
নোটিশে দেয়া নিয়ম অনুসরণ করতে অনুরোধ করা হলো ;

বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া BDHCKL Passport

পাসপোর্ট রি-ইস্যু আবেদন ফরম http://passport.gov.bd/থেকে ডাউনলোড করে নিতে হবে;
Bangladesh Passport Reissue Form: This can be downloaded by clicking this link

বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া পাসপোর্ট- May Bank Account

Account Name: Bangladesh High Commission

May Bank Account: 564427102268

Passport Renew Fees:

 1. RM 145 (For Students & Workers)

 2. RM 484 (For Professional, Tourist, and Other Visa Categories)

কিভাবে ব্যঙ্কে টাকা জমা দিবেন সেটার একটা উদাহরন নিচে দেওয়া হইল-

BDHCKL Passport Payment RM 145

Bangladesh High Commission Malaysia Passport Payment RM 145

Bangladesh High Commission Malaysia Address

You must send your passport reissue form, bank slip, and additional documents to the main office of Bangladesh High Commission Malaysia (5B & 5C (Lot No.9 & 10), Jalan Sultan Yahya Petra 54100, Kuala Lumpur, Malaysia) through Post Laju.

ডাকযোগে (POS LAJU) প্রেরণের ঠিকানাঃ 5B & 5C (Lot No.9 & 10), Jalan Sultan Yahya Petra 54100, Kuala Lumpur, Malaysia.

১। পোসলাজুর মাধ্যমে ডকুমেন্ট চেকঃ

আপনি পোসলাজুর মাধ্যমে সকল ডকুমেন্ট পাঠানোর পর নিচের লিঙ্কে গিয়ে চেক করতে পারবেন আপনার ডকুমেন্ট হাইকমিশন পেয়েছে কিনা। কারন হাইকমিশন সকল ডকুমেন্ট পাওয়ার পরেই আপনার আবেদন শুরু হবে। সাধারনত, ৩ থেকে ৭ দিনের মধ্যে হাইকমিশন সকল ডকুমেন্ট গ্রহন করে। হাইকমিশন ডকুমেন্ট গ্রহন করলে স্ট্যাটাস কেমন দেখায় তাহার একটি উদাহরন নিচে দেওয়া হলঃ

https://www.tracking.my/link/poslaju/poslaju-tracking

পোসলাজু

Click – Bangladesh High Commission Kuala Lumpur Malaysia

২। Bangladesh Embassy Malaysia Passport Delivery Slip

প্রস্তুত হয়েছে কিনা জানার জন্য নিচের লিংকে ক্লিক করুন আর চেক করুন। (পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করুন – Entry List) How To Get Delivery Slip Number Online( কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে ডেলিভারি স্লিপ নাম্বার পাবেন)

পাসপোর্ট ডেলিভারি স্লিপ নং (MYS ) জানার উপায়:

https://appointment.bdhckl.gov.bd/reissue

৩। পোষ্ট অফিস (POS Malaysia) এর মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের জন্য আবেদন

পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ পাওয়ার কিছুদিন পর আপনি চেক করে দেখবেন যে আপনার পাসপোর্ট টি ডেলিভারি নেওয়ার জন্য প্রস্তুত কিনা। এটা জানার জন্য নিচের লিংকে ক্লিক করতে হবে।

https://appointment.bdhckl.gov.bd/poslaju

৪। পাসপোর্ট টি পোসলাজুর মাধ্যমে সংগ্রহের জন্য বার কোড কিভাবে পাবেনঃ

পাসপোর্ট টি পোসলাজুর মাধ্যমে সংগ্রহের জন্য আবেদন করার ১০ থেকে ১৫ দিনের মধ্যে আপনি বার কোড পাবেন আর এই বার কোড টি অবশ্যই আপনাকে পোসলাজুতে দেখাতে হবে পাসপোর্ট সংগ্রহ করতে। এই বার কোড কিভাবে পাবেন সেটি জানতে নিচের লিংকে ক্লিক করুন এবং নিচে গিয়ে বিস্তারিত দেখুন।

https://appointment.bdhckl.gov.bd/poslaju

৫। পোসলাজুর বারকোড কিভাবে ট্রেকিং করবেনঃ

পপাসপোর্ট টি পোসলাজুর মাধ্যমে সংগ্রহের জন্য আবেদন করার ১০ থেকে ১৫ দিনের মধ্যে আপনি বার কোড পাবেন আর এই বার কোড টি পাবার ৩-৪ দিনের মধ্যে আপনি যে পোসলাজুতে পাসপোর্ট টি সংগ্রহের জন্য আবেদন করেছেন সেই অফিসে গিয়ে সংগ্রহ করবেন।

https://www.tracking.my/link/poslaju/poslaju-tracking

 

BDHCKL Passport Amendment Online

বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া অন্যান্য সেবা সমুহের তথ্য নিচে দেওয়া হলঃ

S.L
NO

DESCRIPTION OF JOBS

REQUIREMENT

1 Letter of Introduction( LOI)
পরিচিতি মূলক পত্রের জন্য
1.সংশ্লিষ্ট কোম্পানি/প্রতিষ্ঠান/ অন্যান্য সংস্থার থেকে কারণ উল্লেখ পূর্বক চিঠি।
2. বৈধ পাসপোর্ট এবং ভিসার কপি এবং কন্সুলার ফি রশিদ সহ। এই মিশন কোনো দেশের ভিজিট ভিসার অনুরোধে কোনো LOI জারি করে না।
2 Attestation of a Birth Registration Certificate (BRC)
জন্ম নিবন্ধন সনদ সত্যায়ন জন্য
1. জন্ম সনদের কপি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়/আইন বিষয়ক মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে
অথবা ii)অনলাইন যাচায়করণ প্রমানক জমা দিতে হবে ।
2.পাসপোর্ট কপি,কন্সুলার ফি রশিদ সহ এবং
3. একটি অতিরিক্ত সেট এতদশঙ্গে সঙ্গে জমা দিতে হবে।
3 Transfer of Residence
বাসস্থান স্থানান্তর সংক্রান্ত পত্র
1. সংশ্লিষ্ট কোম্পানি/প্রতিষ্ঠান থেকে ইস্যুকৃত ছাড়পত্র।
2. পাসপোর্ট এবং ভিসার কপি এবং কন্সূলার ফি জমা রশিদ সহ।
4 Attestation of different documents / educational certificate.

বিভিন্ন রকমের সনদপত্র শিক্ষা সনদ সত্যায়ন

কাগজপত্র পররাষ্ট্র মন্ত্রণালয় আইন বিষয়ক মন্ত্রণালয় ঢাকা থেকে সত্যায়িত করতে হবে শিক্ষাগত সনদের ক্ষেত্রে সনদগুলি শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা থেকে সরকারিত করতে হবে পাসপোর্ট অফিস সহ একটি অতিরিক্ত সেট এবং কনস্যুলার ফি জমা রশিদ সহ মিশনে জমা দিতে হবে
5 Passport attestation (Per passport)
একটি পাসপোর্ট এর ফটোকপি সত্যায়ন জন্য
মূল পাসপোর্ট এর /কপি এবং ভিসার কপি এবং কনস্যুলার ফি জমা রশিদ সহ অতিরিক্ত এক সেট মিশনে জমা দিতে হবে।
6 Passport Reference same person letter
একই ব্যক্তি মর্মে পাসপোর্ট এর রেফারেন্স পত্র
ভিসা কপি সহ মূল পাসপোর্ট এবং ফটোকপি পাসপোর্ট হারিয়ে গেলে পুলিশ রিপোর্ট দাখিল করতে হবে প্রয়োজনে অন্যান্য নোটের ফটোকপি জমা দিতে হবে অতিরিক্ত একসেপ্ট এবং কন্সোলার ফি জমা রশিদ সহ মিশনে জমা দিতে হবে
7 Driving license Attestation /letter
ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি সত্যায়িত ও পত্রের জন্য
বর্তমান লাইসেন্সের কপি সংশ্লিষ্ট বিআরটিএ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা থেকে সত্যায়িত করতে হবে ভিসা কপি সহ মূল পাসপোর্ট এর ফটোকপি জমা দিতে হবে ভিসা কপি মূল পাসপোর্ট এর এবং ফটোকপি এবং কনসিলার ফি জমা রশিদ সহ দাখিল করতে হবে
8
Power of Attorney
আম – মোক্তারনামা
i)দলিলের কপি ii) মিউটেশন iii)নামজারি খতিয়ান iv) পাসপোর্ট/ এনআইডি, জন্ম সনদ। আম মোক্তারনামা দাতা এবং গ্রহীতার উভয়েরই একটি ছবি সংযুক্ত করতে হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.bdhckl.gov.bd- (অন্যান্য কনস্যুলার সার্ভিস)
9 Family Letter/Relationship letter(Single)
পারিবারিক সম্পর্কীয় পত্রের জন্য
i)পাসপোর্টের/ ভিসার অনুলিপি
ii)বিবাহের সনদ নিকাহনামা আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা, উভয় মন্ত্রণালয় থেকে সত্যায়িত করার পর তাদের সন্তানদের সাথে সম্পর্ক হলে তাদের জন্ম সনদপত্র দাখিল করতে হবে। সকল কাগজপত্রের অতিরিক্ত এক সেট এবং কনস্যুলার ফি জমা রশিদ সহ মিশনে জমা দিতে হবে
10 Unmarrid /Marrid Certificate /Nikahnama/divorce certificate
অবিবাহিত/ বিবাহিত সনদ সত্যায়িত করার জন্য
i)পাসপোর্ট এবং ভিসার কপি সহ সমস্ত কাগজপত্রের কপি ii)সব কাগজপত্রের এক সেট অতিরিক্ত কপি এবং কনস্যুলার ফি জমা রশিদ সহ মিশনে জমা দিতে হবে
11 To Marry Malaysian national
মালয়েশিয়ান নাগরিক বিবাহের ক্ষেত্রে।
i)সংশ্লিষ্ট ডিসি অফিস থেকে অবিবাহিত সনদ সংগ্রহ করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত সহ।
ii)পিতা-মাতার হলফনামা/ সম্মতি আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে কনস্যুলার ফি রশিদ সহ আবেদন করতে হবে।
12 Attestation  of police Clearance certificate
পুলিশ কিলারেন্স সার্টিফিকেট কপি সত্যায়নের জন্য
i)বাংলাদেশের সংশ্লিষ্ট পুলিশ সুপারের কাছ থেকে মূল পুলিশ সনদ সংগ্রহ করে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকা এবং আইন বিষয়ক মন্ত্রণালয় ঢাকা থেকে সত্যায়িত করে কনস্যুলার ফি জমা রশিদ সহ জমা দিতে হবে।পাসপোর্ট এবং ভিসার কপি সহ জমা দিতে হবে।
13 Birth Registration Certificate(BRC) for new baby born in malaysiya (Visit: www.bdhckl.gov.bd-) মালয়েশিয়ায় জন্ম নেওয়া নবজাতক শিশুর জন্য বাংলাদেশী জন্ম সনদ i)মালয়েশিয়ায় জন্ম নেওয়া শিশুর জেপি এন কর্তৃক জন্ম সনদ মালয়েশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়, পুত্রাজায়া থেকে সত্যায়িত করে ii) পিতা-মাতার বিবাহ সনদ, পাসপোর্ট কপি এবং
iii) পিতা-মাতার বাংলা এবং ইংরেজি ভাষায় অনলাইন জন্ম সনদ জমা দিতে হবে
iv)অনলাইন পূরণ করা দাখিলকৃত জন্মসনদ আবেদন ফরম এতদসঙ্গে জমা দিতে হবে
v) নবজাতক শিশুর একটি ছবি এতদসঙ্গে জমা দিতে হবে।

কনস্যুলার ফি: একটি পত্রের জন্য RM45.00 (রিঙ্গিত পঁয়তাল্লিশ মাত্র) প্রতি তিন পৃষ্ঠার নথির জন্য  RM 45.00(রিঙ্গিত পঁয়তাল্লিশ  মাত্র) মে ব্যাংকের যেকোনো শাখায় একাউন্ট নং 564427102268 বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর ঠিকানায় জমা দিয়ে হলুদ রঙের নগদ জমা রশিদ সহ দাখিল করতে হবে।
নবজাতক শিশুর জন্ম সনদ ইস্যু করার জন্য RM 5.00 (রিঙ্গিত পাঁচ মাত্র) বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর মে-ব্যাংক একাউন্ট নং 564427509825 এ জমা দিয়ে হলুদ রঙের নগদ জমা রশিদ সহ দাখিল করতে হবে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: www.bdhckl.gov.bd-(অন্যান্য কনস্যুলার সার্ভিস)

বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া ট্রাভেল পাস

ট্রাভেল পারমিট এবং স্পেশাল পাশ সম্পূর্ণ আলাদা। স্পেশাল পাস দেয় মালয়েশিয়া ইমিগ্রেশন। ট্রাভেল পারমিট (টিপি) দেয় বাংলাদেশ হাইকমিশন। ট্রাভেল পারমিট সম্পর্কে তথ্য নিম্নে দেওয়া হলোঃ
১। ট্রাভেল পারমিটঃ
ক) এটি মূল পাসপোর্টের বিকল্প হিসেবে সাময়িক ব্যবস্থা। এটির মেয়াদ ৯০ দিন। বিদেশ ভ্রমণকারীকে বা অবস্থানকারীকে শুধু দেশে ফিরে যাওয়ার জন্য জরুরী হিসেবে দেওয়া হয়। ট্রাভেল পারমিট দেওয়ার আগে পাসপোর্টের মতোই সব তথ্য যাচাই করে দেওয়ার বিধান রয়েছে। প্রবাসে এটি দেওয়ার একমাত্র কর্তৃপক্ষ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন।
খ) ট্রাভেল পারমিট পাওয়ার শর্তঃ যাদের বাংলাদেশের পাসপোর্ট আছে কিন্তু মেয়াদ শেষ হয়েছে, হারিয়ে গেছে বা নষ্ট হয়েছে তাদের জন্য সহজ। আবেদনের সাথে সেই পুরানো বা হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া পাসপোর্টের তথ্য দিতে হবে। পাসপোর্ট হারিয়ে গেলে আইন অনুযায়ী অবশ্যই পুলিশ রিপোর্ট করে আবেদনের সাথে দিতে হবে, অর্থাৎ এটাই প্রমাণ যেপাসপোর্ট হারিয়ে গেছে। তাহলে একদিনেই ট্রাভেল পারমিট (টিপি) পাবেন।
আর যাদের কখনই পাসপোর্ট ছিলো না তাদের সময় লাগবে। কারণ তাদের নাগরিকত্ব বাংলাদেশ থেকে যাচাই করে নিতে হয়। এজন্য সময় লাগে। নাগরিকত্ব নিশ্চিত না হয়ে টিপি দেওয়া আইনত নিষেধ।
ভুল বা মিথ্যা তথ্য বা কাগজ জমা দেওয়ার কারণে টিপি পাবেন না।
গ) নিয়মঃ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরমের সাথে ৩ কপি পাসপোর্ট সাইজের রংগিন ছবি, পাসপোর্টের ফটোকপি (যদি থাকে), ভিসার ফটোকপি (যদি থাকে), আইকাডের ফটোকপি (যদি থাকে), মাইইজি/ইমান/বিএম এর কাগজ অর্থাৎ যেকোনো একটি প্রমাণ হিসেবে জমা দিতে হবে। ( ভিসা ও আইকাডে এবং ইমান/মাইইজি/বিএম কাগজে পাসপোর্ট নম্বর লেখা থাকে যা দেখে নাগরিকত্ব নিশ্চিত হওয়া যায়)।
যাদের পাসপোর্ট নেই তাদের নিজ উপজেলার ইউএনও বা জেলা প্রশাসকের পত্র সাথে দিতে হবে। এটি যাঁর পাসপোর্ট নাই তাঁর নাগরিকত্ব নিশ্চিত হওয়ার উপায়। দ্রুত করার জন্য প্রত্যাশীর পরিবার থেকে ইউএনও অফিসে আবেদন করতে হবে। তাহলে ইউএনও যাচাই করে নাগরিকত্ব তথ্য হাইকমিশনে ইমেইলে ss.lab.kl@gmail.com প্রেরণ করবে। ফলে হাইকমিশন টিপি দিতে পারবে। মনে রাখবেন নাগরিকত্ব নিশ্চিত না হয়ে টিপি দেওয়া যাবে না।
গ) ফিঃ ৪৪ রিংগিতের (RM 44) ব্যাংক ড্রাফট (হলুদ রঙ এর) Maybank একাউন্ট নং 564427102268 যে কোন শাখায় কাউন্টারে জমা দিয়ে হলুদ স্লিপ নিতে হবে। এই হলুদ স্লিপ আবেদনের সাথে দিতে হবে। ইলেকট্রনিক ট্রান্সফার এবং নগদ অর্থ গ্রহণ করা হয় না।
ঘ) আবেদন করার ঠিকানাঃ পাসপোর্ট সার্ভিস কেন্দ্র, ১৬৬ জালান বেসার, আমপাং (আমপাং এলআরটির পাশে), কুয়ালালামপুর, মালয়েশিয়া। (166 Jalan Besar Ampang, Kuala Lumpur, Malaysia)
অর্থাৎ আবেদনের সাথে দিতে হবেঃ ৩ কপি রঙিন ছবি, পাসপোর্ট বা ভিসার ফটোকপি, ফি জমার হলুদ ব্যাংক স্লিপ। পাসপোর্ট হারিয়ে গেলে পুলিশ রিপোর্ট।
যাদের পাসপোর্ট ছিল না তাদের নাগরিকত্বের সমর্থনে ইউএনও বা জেলা প্রশাসকের পত্র।
জমা দেওয়ার সময়ঃ সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।
বিতরণঃ বিকাল ৪ – ৫ টা।
নিজে উপস্থিত হয়ে টিপির আবেদন জমা দিতে হবে এবং গ্রহণ করতে হবে।
পাসপোর্টের মেয়াদ থাকলে এবং কাছে থাকলে টিপি লাগবে না।
যোগাযোগ নংঃ টিপি সম্পর্কিত তথ্যের জন্য ফোন +60102497657; +60124313150; +60122941617; +60122903252.

বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া

কিছু কমন প্রশ্নের ঊত্তরঃ

১। পাসপোর্ট কত দিনে পাবো?
উত্তর- পাসপোর্ট হাইকমিশনে জমা হওয়ার পর ২-৩ মাস সময় লাগে এখন কিন্তু ডেলিভারি স্লিপের ডেট দেওয়া থাকে ১ মাসের ভিতর পাবেন তাই ডেলিভারি স্লিপের ডেট থেকে ও আপনাকে ১-২ মাস বেশি সময় অপেক্ষা করতে হবে, চিন্তার কারন নাই এটা সবার ক্ষেত্রেই ২-৩ মাস সময় লাগে।

২। হাইকমিশনে পোষ্ট লাজু করে পাঠানোর কত দিন পর ডেলিভারি স্লিপ নাম্বার পাবো?
উত্তরঃ হাইকমিশনে পৌছাতে ৭ – ১০ সময় লাগে আর রিইস্যু করতে আরো ৭-১০দিন সময় লাগে তাহলে আপনি ১৫-২০ দিন পর হাইকমিশনের ফেসবুক পেজে অথবা আমাদের কাছে ডেলিভারি স্লিপ খুজবেন তার আগে পাওয়া কঠিন,।
তথ্যসূত্রঃ বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া।

How To Apply For NID From Bangladesh High Commission in Malaysia

প্রবাসে থেকে ভোটার তালিকায় নাম নিবন্ধন করতে এবং NID (জাতীয় পরিচয়পত্র ) করতে ছবিতে দেখানো পদ্ধতি অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো । নাম নিবন্ধন করার জন্য ওয়েব সাইট ওপেন করলে প্রাসঙ্গিক অন্যান্য তথ্যাদিও জানা যাবে।
পদ্ধতি নিম্নরূপ:

প্রথম ধাপ- নাম নিবন্ধন: অনলাইনে (www.nidw.gov.bd) নাম নিবন্ধন করতে হবে।

দ্বিতীয় ধাপ- যাচাই: আপনার দেওয়া বাংলাদেশের স্থায়ী ঠিকানা অনুযায়ী নির্বাচন কমিশন আপনার তথ্যাদি যাচাই করবে।

তৃতীয় ধাপ- বায়োম্যাট্রিক তথ্য সংগ্রহ: আপনার দেওয়া তথ্য সঠিক পাওয়া গেলে নির্বাচন কমিশন মালয়েশিয়ায় এসে আপনার আঙ্গুলের ছাপ এবং চোখের ছবি নিবে।

চতুর্থ ধাপ– নিবন্ধন ও পরিচয়পত্র প্রিন্ট: আপনার সব তথ্য সঠিক হলে পদ্ধতি অনুসরণ করে ভোটার তালিকায় নাম নিবন্ধন হবে । একই সাথে বাংলাদেশ থেকে জাতীয় পরিচয় পত্র ( NID ) প্রিন্ট করে কুয়ালালমপুরে বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে।

পঞ্চম ধাপ- NID বিতরণ: আপনি হাইকমিশন থেকে আপনার স্মার্ট কার্ড তথা NID সরবরাহ নিবেন।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.nidw.gov.bd

Bangladesh High Commission Malaysia Main Office Address (All Service Except Passport Reissue)

High Commission for the People’s Republic of Bangladesh, Kuala Lumpur.

Address: 5B & 5C (Lot No.9 & 10), Jalan Sultan Yahya Petra 54100, Kuala Lumpur, Malaysia.

Telephone : +6-03-26040946, 2604 0948-9 (PABX)

Fax : +6-03-26040934 (Diplomatic),26040936 (Labor)26040937 (Commercial),2604 0935 (Defense)

Website: www.bangladesh-highcomkl.com

Facebook Page: https://www.facebook.com/bdhckl/

E-Mail: mission.kualalumpur@mofa.gov.bd

Office Time: 0900-1700 hrs. (Monday to Friday) Local Time : GMT + 8 hrs

Weekly Holidays: Saturday and Sunday

Opening date of the Mission: 06 March 1973

Bangladesh High Commission Passport Service Center Centre ( Passport Delivery)

Address: 166, Jalan Besar Ampang, Pekan Ampang, 68000 Ampang, Selangor.

Phone: +603-2604 0949

Facebook Page: https://www.facebook.com/bdhckl/

Have question about this university?

    182 thoughts on “বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া পাসপোর্ট: Appointment bdhckl.gov.bd

      1. Sir Amar passport renewal Korte dichi 10/08/2022 akhon o passport payni…MD.Kalam BX.0293363 MYS200000894614

    1. আমি এপয়েন্টমেনট নিছি কিন্তু অনেক দিন হওয়ার পরও বারকোড পাচ্ছি না।।এখন কি করব?? প্লিজ জানাবেন।।

            1. Sir ame 26/9/2021 amr passport puj lajo te joma di kinto akono slip paini ..kokon Pete pari akoto janaben

        1. Sir ame mys number paise but ame application status cheek korle passport update ashena sir ata kobo problem hobe ????

        2. Mohammad sohel rana passport number br0247284sslep mys 200000771081appointment hoy na keno

          Appointment to kola Selangor pos 45000

    2. BL0250433
      MYS200000601678

      পাসপোর্ট কবে পাবো?
      পাসপোর্টের নতুন নাম্বার কত?

      When I will get my new passport?
      My new passport number?

    3. আমার পাসপোর্ট আমি পোস লাজুর মাধ্যমে রিনিউ করতে দিয়েছিলাম। কিন্তু এখন পেন্ডিং ফর পার্সোনালাইজেশনে আছে 2 মাস ধরে। আমাকে এর মধ্যে দেশে চলে যেতে হবে।
      আমি কি এই পাসপোর্ট দেশ থেকে তুলে নিতে পারবো? যদি পারা যায় কিভাবে করব প্লিজ জানাবেন।

        1. please send back passport

          AMIRUL ISLAM
          MYS200000494461 ( POS LAJU MUAR )

          MD SHYADUR RAHMAN
          MYS200000536028 ( POS LAJU MUAR

        2. amar passport renewal jonn joma dici akhano delivery clip paini please help me give My passport…

    4. Mys200000538729
      .intrative delivery date 01/04/2021. Akhono kl high commission e ase ni.kobe asbe.infrom please.advance thanks

      1. My appointment date
        13-09-2021. But in this time don’t show barcode number. Delivery slip number mys200000616686 . Please help me..

      1. Your Passport is ready for collection. আপনার পাসপোর্ট রেডি আছে আপনি চাইলে নিতে পারবেন। +৬০১৭৬৮৫২৫৫১ যোগাযোগ করুন।

    5. Sir amar passport number BQ 0169925 slip no MYS 200000497379 amar appoinment niyece kintu amar tracking or barcode dicce na

    6. I want to check status of my workers’ new passport status, isit arrive at embassy?

      EF846794207MY – my pos laju tracking number
      my workers name:

      ABDUR RAHMAN BM0505085
      JAHANGIR HOSSEN NAON BP0473654
      RAJAN BL0886873
      ABDUL HAQUE BM0951344

        1. please send back passport
          I want to check status of my workers’ new passport status, isit arrive at embassy?

          AMIRUL ISLAM
          MYS200000494461
          RBB000014132MY ( POS LAJU MUAR )

          MD SHYADUR RAHMAN
          MYS200000536028
          RBB000014755MY ( POS LAJU MUAR)

          1. Sir ..26/9/2021amar passport reneaw korar jonno poj lajo te joma di kinto ame kibabe bojbo amar passport high commission ee joma hoyse or entry hoyse ??

    7. BQ0182515 .How can I get my passport from post laju? Can you help me sir? I am trying but can’t

    8. Can you assist me to check whether these three applications are still processing or there have some technical issue?

      1. Name : Md Ariful Islam
      Passport No : BP0023618
      Delivery Slip : MYS200000577804

      2. Name : Abdul Mojid
      Passport No : BM0874647
      Delivery Slip : MYS200000577800

      3. Name : MD Asaduzzaman Suman
      Passport Not : BN0140041
      Delivery Slip : MYS200000578110

      Already pending for five months.

    9. Amar Nam Mohammad Arifurjaman,Ami 2-7-2021 Tarik poslajur madhome amar passport re enu korte dei. kintu akhono. delevari selif paini. Ki korbo bujte parchi na.
      passport nambar BQ0594600

    10. Pls help me to check this passport still showing high commission not yet come..so many day’s ready
      MYS200000554696

      1. Sir ame 26/9/2021 poj lajo te amar passport joma di sir ame jante sai December modde amar passport Pete pari ????

    11. Pls help me to check this passport still showing high commission not yet come..so many day’s ready
      MYS200000554696

    12. Hi sir
      My name is MD HOSAIN ALI
      passport NO.BP0355641
      Delivery Slip No.MYS200000603371
      Sir when I go to pick up my passport appointment for the post office when I click on my slip number another person s name comes up .RAZU AHAMMED removes this name

    13. I send my passport renew application to this Address: 166, Jalan Besar Ampang, Pekan Ampang, 68000 Ampang, Selangor. Is it ok??

      Actually, my friend said that I had to send my application to this Address: 5B & 5C (Lot No.9 & 10), Jalan Sultan Yahya Petra 54100, Kuala Lumpur, Malaysia. but I send to this address: 166, Jalan Besar Ampang, Pekan Ampang, 68000 Ampang, Selangor. should I send my application again to this address:Address: 5B & 5C (Lot No.9 & 10), Jalan Sultan Yahya Petra 54100, Kuala Lumpur, Malaysia??.

      kindly let me know.

      1. You should have sent to this Address: 5B & 5C (Lot No.9 & 10), Jalan Sultan Yahya Petra 54100, Kuala Lumpur, Malaysia.
        However, hopefully, your problem will be solved. Contact the following number via WhatsApp: +60176852551

    14. Sir,

      Today i went to Pejabat Pos Sungai Wang Plaza, Bukit Bintang to receive my passport. When they check the envelope, they found wrong passport. There was my name & address on the envelope bt the passport was someone else’s. What should i do now?

      My previous passport number is: BT0369063
      Name: MD. RUBBOO JOBAED ANSARY
      Slip number:MYS200000611453
      Barcode : RBB000552967MY

    15. Aug 18, 2021.
      Name, MD MONIRUZZAMAN
      BQ0755639
      Date of birth, 15.04.1995
      Renew korar jonno Application
      koreci.. Plz provide Delevary slip number

    16. Hello Sir, My 2 workers submit the application on 23-08-2021 by pos laju but Delivery Slip cannot find the Delivery Slip already 2 Months
      Khan Mohammad Mamun – BM 0547920 Pos Laju : EP825156337MY
      Miah Mohamad Yeasin – BP 0216616 Pos Laju: : EP805273303MY

      Thank You
      Frankie Tay

    17. Salam sejahtera.. saya telah menghantar dokumen permohonan untuk pembaharuan passport bagi 5 orang pekerja asing saya pada 06/10/2021 tetapi Passport Delivery Slip Information masih belum ada record. Boleh tolong semak untuk pekerje dibawah:

      HOSSAIN MD MILON – BP0327895
      MONDOL MOHAMMAD BIPLOB – BP0866249
      HOSEN SHAHIN – BQ0115790
      PRAMANIK MOHAMMAD RAFIQUL ISLAM – BQ0350568
      MIAH RUBEL – BN0927749

      Terima kasih

    18. Hi Sir, I am still waiting for the barcode for poslaju, already waited for almost 2 months.

      AMIR
      BN0723275
      MYS200000408622

      SAZU
      BP0623667
      MYS200000482558

        1. Dear sir/Madam
          Name.Ali Hossain talukder
          P/N. BR0129302
          Sir I already take appointment before 3manth after new not coming barcode ..haw can I do help me settled than issue

          Pos laju address..
          Pejabat pos besar johur baru 80000

          Thanks all..

        2. Mohammad sohel rana passport br0247284 delivery mys 20000771081 Amar passport keno apotmmet hoy na keno ki problem janabe
          .

    19. Name abdul sattar passport namber bq 0187625 mys200000517588 akbosor prai holo kintu pass port akhonu daka theke asena

    20. Hi sir, need your help.

      RBB002068147MY

      This passport has send back to the sender by pos laju.

      How can I collect the passport ? Is it possible request High commission to resend here again ?

      Look forward your reply and thank you.

      1. Passport. BY0946059
        Name. Rafikul islam
        Date of birth. 05/04/1994
        Ai passport ta onek din age joma dewya hoyese but akhono online a nai.
        Kindly check kore janaben thank you!

    21. Hi sir, can you assist me?

      barcode: RBB002068147MY

      This passport has send back to the sender by poslaju.

      How can i collect the passport? Is it possible to request bangladesh high commision to resend here again ?

      Look forward your help.

      Thank you.

    22. Sir 15/4/22 ami amar passport renew jonno bol address a diye felesi,ampang,selangor
      Somossa hobey ki?
      R sir kibabe janbo Embassy amar document received koresen kina
      Name:Mohammad Raton Ali
      Passport :BR0596256

    23. PP: BT0678273.
      Renewal Application was Sent by Post on 11/04/2022
      Haven’t received Slip number yet.
      Tq

    24. Sir ami passport joma dici onak din hoiea gase akhon o delivery sleep Pai nai
      Passport number.BY0281272
      Name.khokan

    25. Hello dear sir, how to get Delivery slip i wanted already two month,,

      Name : Salim Reza
      P/N,BR0827306

    26. Hello dear sir, how to got delivery slip, i waiting already two month,

      Name : Salim Reza
      P/N: BR0827306

    27. 26/07/22 date
      Passport joma disi

      akhono delivery slip ase nai

      Name – Monir Hossain
      Passport – BW0502550

    28. I’ve already mailed my documents 28/09/2022 and documents has been delivered to the high commission on 29/09/2022. But still I haven’t received my delivery slip. Name : Azizul Matubber. PP: BX0427324. Thank you

    29. MOHAMOAD ASHRAF PASSPOT EF0809281 PLEASE CHECK 2 BANKDRAV RM116 AND RM 29 TOTAL RM145 NOW ASKING ME TO GO AMPANG OFFICE TELL ME WHY

    30. I have submitted my passport reissue as a student document and has reached the embassy on 14 January 2023. How will I know what my status is ? Is it being processed or not? When will I get my delivery slip. It says passport not found. Can you please reply

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Reviews & Testimoinal

    Latest Articles

    Apply Online