Malaysia Tourist Visa For Bangladeshi মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা ২০২৪
Tourist
A person who’s travelling or visiting a place for pleasure is called tourist. There are Two Types of Tourists we see, and They are International & Domestic. The person who visits or travels inside his/her country is called Domestic Tourist & The Person Who Visits or travels outside his/her country is called International Tourist.
ট্যুরিস্ট
যে ব্যক্তি আনন্দের জন্য ভ্রমণ করে বা পরিদর্শন করে তাকে বলা হয় ট্যুরিস্ট। আমরা দেখতে পাই দুই ধরনের ট্যুরিস্ট আছে, এবং তারা হল আন্তর্জাতিক এবং দেশীয়। যে ব্যক্তি তার দেশের অভ্যন্তরে যান বা ভ্রমণ করেন তাকে বলা হয় ডোমেস্টিক ট্যুরিস্ট এবং যে ব্যক্তি তার/তার দেশের বাইরে যান বা ভ্রমণ করেন তাকে আন্তর্জাতিক পর্যটক বলা হয়।
Tourist Visa
A tourist visa permits a person to travel to another country outside of their home country. Separate visa for each country.
ট্যুরিস্ট ভিসা
ট্যুরিস্ট ভিসা হলো এমন একটি অনুমতিপত্র যার মাধ্যমে একজন ব্যক্তি নিজ দেশের বাহিরে অন্য কোনো দেশে ভ্রমণ করতে পারবেন। এক এক টি দেশের জন্য ভিসা আলাদা করতে হয়।
মালয়েশিয়া টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস লাগে?
Malaysia Tourist Visa 2024. মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা ২০২৪
There are some steps to go through to apply for Malaysia tourist visa online. We can easily apply for Malaysia visa if we know them in stages.
মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা আবেদন অনলাইনের মাধ্যমে করতে কিছু ধাপ অতিক্রম করতে হবে। সেগুলো পর্যায়ক্রমে জানা থাকলে আমরা সহজেই মালয়েশিয়া ভিসা আবেদন করতে পারবো।
Apply for Malaysia Tourist Visa Online. মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসা অনলাইন আবেদন।
We can apply for Malaysia visa on this website (এই ওয়েবসাইটে আমরা মালয়েশিয়া ভিসা আবেদন করতে পারবো): https://malaysiavisa.imi.gov.my/evisa/evisa.jsp?status=404
Contact us for any application related information or service. আবেদন সংক্রান্ত যেকোনো তথ্য বা সেবার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।
Email: Ceo@globalassistant.info
WhatsApp, IMO, LINE, WeChat: +60176852551
Bangladesh Contact Number: +8801886903048
Now we will know how to apply for Malaysian tourist visa. এখন আমরা জানবো কিভাবে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে হয়।
First you have to login to the visa portal, Then click on Apply Now and select Tourist. প্রথমে ভিসা পোর্টাল এ লগইন করতে হবে, তারপর এপলাই নাউ তে ক্লিক করে ট্যুরিস্ট সিলেক্ট করতে হবে।
The next step is to submit your passport-size photograph and scanned copy of your passport biodata page. পরবর্তী ধাপে আপনার পাসপোর্ট সাইজ ছবি এবং পাসপোর্ট বায়োডাটা পেইজ স্ক্যান কপি সাবমিট করতে হবে।
Next, submit your round flight ticket copy, your hotel or accommodation details where you will stay, your recent bank statement, previous visa copy.
Compile and submit your journey purpose letter, certificate containing your personal information, vaccine certificate and all the related documents together in other documents.
পরবর্তীতে আপনার রাউন্ড ফ্লাইট টিকেট এর কপি, আপনার হোটেল বা বাসার ডিটেইলস যেখানে আপনি থাকবেন, আপনার রিসেন্ট ব্যাংক স্টেটমেন্ট, পূর্ববর্তী ভিসা কপি সাবমিট করবেন।
আদার্স ডকুমেন্ট এ আপনার জার্নি পারপাস লেটার, আপনার ব্যক্তিগত তথ্য সংবলিত সনদ, ভ্যাকসিন সার্টিফিকেট এসকল আনুসাঙ্গিক ডকুমেন্ট একসাথে কম্পাইল করে সাবমিট করুন।
In the next steps fill all your details and of course the passport size photo you submit must be white background and clear. You will then complete the application by paying your visa fee. Your Malaysian tourist visa will arrive within 7 working days if everything goes well.
পরবর্তী ধাপগুলোতে আপনার যাবতীয় কিছু তথ্য পূরণ করবেন এবং অবশ্যই আপনি যে পাসপোর্ট সাইজ ছবি সাবমিট করবেন সেটা সাদা ব্যাকগ্রাউন্ড এবং ক্লিয়ার হতে হবে। তারপর আপনি আপনার ভিসা ফি প্রদান করার মাধ্যমে আবেদন সম্পন্য করবেন। ৭ কর্মদিবসের ভিতরে আপনার মালয়েশিয়ান ট্যুরিস্ট ভিসা চলে আসবে যদি সবকিছু ঠিক থাকে।
Malaysia Tourist Visa Check
First, go to the Malaysia e-Visa portal and click on the point in the image below.
Then submit your passport number and sticker number. You can check your visa only after submission.
পাসপোর্ট নাম্বার এবং স্টিকার নাম্বার সাবমিট করুন। সাবমিট করার পরেই আপনি আপনার ভিসা চেক করতে পারবেন।
Check the sticker number above. উপরে দেখে নিন স্টিকার নাম্বার।