IELTS Preparation in Bangladesh- IELTS এ কিভাবে ভালো স্কোর করবেন
IELTS Preparation in Bangladesh- IELTS পরামর্শ, কিভাবে ভালো স্কোর করবেন
IELTS Preparation in Bangladesh, IELTS পরামর্শ, কিভাবে ভালো স্কোর করবেন. আজ আমরা কিছু টিপস দিচ্ছি কিভাবে IELTS এ ভালো স্কোর করতে পারবেন সেটার উপরে।
আমার কাছে IELTS এর যতগুলো মডিউল আছে তার মাঝে Speaking টাকেই সবচেয়ে সহজ মনে হয়। যদিও speaking নিয়ে অনেকের মাঝেই ভয় বা নারভাসনেস কাজ করে তারপরো যদি একটু ভালোভাবে প্রিপারেশন নেয়া যায় তাহলেই স্পিকিং এ কমপক্ষে 6.5 এমনকি 7 পাওয়া সম্ভব। সেইক্ষেত্রে কিছু প্রস্তুতি প্রতিটি ক্যন্ডিডেটের নেয়া উচিত বলে আমি মনে করি।
১) Fluency : স্পিকিং এর কথা আসলেই Fluency এর কথা সবায় বলে। আমার কাছে Fluency বাড়ানোর সবচেয়ে ইফেক্টিভ ওয়ে বা উপায়। মনে হয় এমন কারো সাথে কথা বলা যিনি বাংলা জানেনই না। এমন কাওকে খুজে পেলে সবচেয়ে ভালো হয় সেইক্ষেত্রে কথা বলতে বলতে ইংলিশভীতিটা একদম চলে যাবে। আর, আপনার ভেতরে কনফিডেন্স বেড়ে যাবে। এমনকাওকে পেতে কিছু অ্যাপ আছে যেখান থেকে পার্টনার খুজে নিতে পারেন।
IELTS Preparation in Bangladesh- পার্টনার ছাড়া কিভাবে প্রাকটিস করবেন?
২) এছাড়া, যারা কোন পার্টনার এর সাথে প্র্যক্টিস করতে চান না বা খুজে পাচ্ছেন না তাদের জন্য সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে মোবাইলে রেকর্ড করা। সেই ক্ষেত্রে বিভিন্ন কিউকার্ড নিজের মতো রেকর্ড করে বার বার শোনা আর ভুল্গুলো বের করা। ভুলে হলে কিংবা থেমে গেলে আবার বলুন। এভাবে আস্তে আস্তে বিভিন্ন টপিকের ওপরে বলতে শুরু করুন দেখবেন একসময় যেকোন টপিকে ২/৩ মিনিট কথা বলা কোন ব্যপারই না।
৩) তারপর, আপনার Fluency চলে আসলে তখন Sentence structure এর দিকে নজর দিন যতটা সম্ভব কপ্লেক্স সেন্টেস দিয়ে practice করার চেস্টা করুন। আপনি চাইলে আপনার মতো করে ফরমেট তইরি করে নিতে পারেন। একি sentence pattern বেশিরভাগ cue card এ ইউস করতে পারেন। আমি সবস্ময় প্রেফার করি cue card এর intro টা Although কিংবা despite দিয়ে শুরু করতে পারেন যাতে পরে নারভাসনেসের কারনে আপনার মনে না থাকলেও আপনার already একটা complex সেন্টেস রেডি হয়ে গেল।
৪) তাছাড়া, গ্রামার খেয়াল রাখাটা খুবি জরুরী। সেইখেত্রে Tense টা খুব ভালোভাবে আয়ত্ত করে নিন। বার বার practice করুন আর শুনুন। যদি বুঝতে ভুল হয় এমনকাওকে জিজ্ঞেস করুন জার ভালও জ্ঞান আছে।
৫) ভালকিছু fancy word শিখুন তবে খুব ভালোভাবে ১০০% শিওর হয়েই তারপর যেকোন শব্দ ব্যবহার করা উছিত। জেকোন শব্দ যখন শিখবেন সেটা সেন্টেস এ দিয়ে বার বার practice করার চেষ্টা করবেন।
সর্বোপরি IELTS সব মডিউলেই ভালোভাবে প্রিপারেশন নিয়েই এক্সাম এ বসা উচিত অন্যথায় কখনই ভালো ফলাফল আসবে না। মনে রাখবেন there is no shortcuts in IELTS. Happy learning.